সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | শরীরের মাপ চাওয়া হত আর মেসেজের শেষে লেখা থাকত...

Syamasri Saha | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৯Soma Majumder


                                                              শ্যামশ্রী সাহা

বেলঘরিয়া থেকে টালিগঞ্জের পথটা সহজ ছিল না। বহু টানাপোড়েন, কুপ্রস্তাবের পাহাড় পেরিয়ে আজ তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল-এর মনপতঙ্গ-র লক্ষ্মী মেয়ে। ছবি মুক্তির কিছুক্ষণ আগে বৈশাখী রায় তাঁর সফর নিয়ে অকপট। শুনলেন শ্যামশ্রী সাহা  

আর কিছুক্ষণ পরেই ‘মনপতঙ্গ’র মুক্তি। কী মনে হচ্ছে?

আমার প্রথম ছবি। ফিঙ্গার ক্রস করে আছি। দেখা যাক কী হয়। অঞ্জনদা, শর্মিষ্টাদি আর রাজদীপদা আমাকে ভরসা করেছেন। এটাই আমার প্রাপ্তি। বাকিটা দর্শক বলবেন। 

প্রথম ছবিতেই খোলামেলা দৃশ্য, আপনি তো বেশ সাহসী?

বাবা-মা তো তাই বলেন। আমাকে বলা হয়েছিল এই দৃশ্যগুলোর কথা। আর আমি মনে করি, অভিনয়টা পুরো শরীর দিয়েই করতে হয়। তাই শরীর খোলা থাকলে সমস্যা কোথায়? অভিনয় করার সময় কখনও বোল্ড সিন নিয়ে ভাবিনি। একটা কথাই মাথায় ছিল, চরিত্রটাতে এই ধরনের দৃশ্যের প্রয়োজন আছে। 
কোনও দ্বিধা ছিল না?


প্রথমে যখন অফারটা পাই তখন ভয় ছিল শুধু কাছের মানুষদের নিয়ে। ওঁরা দেখলে কী ভাববেন। সিলেক্ট হওয়ার পর বাবা-মার সঙ্গে আলোচনা করি দৃশ্যগুলো নিয়ে। ভাবতেই পারিনি ওঁরা রাজি হয়ে যাবেন। কাজটা করতে উৎসাহ দেবেন। 

ট্রেলারের পর কোনও ট্রোলিংও হয়নি?
আমাকে তো এখনও কেউ জানেও না। তবে ট্রেলারের পর ভাল খারাপ সব ধরনের মন্তব্য এসেছে। কেউ বলেছেন "এই দ্যাখ বাংলা ছবিতে কী সব হচ্ছে। রগরগে সিন চলছে।" সেই কমেন্টের উত্তরে আমাকে সাপোর্ট করেও অনেক কথা হয়েছে। সবাই তো সমান নয়। 

আপনি কোনও উত্তর দিয়েছেন?

না। এই ধরনের কমেন্ট আসবে জানতাম। তাই নিজেকে তৈরি রেখেছি। লড়াই করতে হবে জানতাম। 

প্রথমে এত খোলামেলা দৃশ্যে কাজ করতে অসুবিধা হত?

রিহার্সালের সময় সবটাই বেশ কঠিন ছিল। বারবার ওই দৃশ্যগুলো রিহার্স করতে হত। তার জন্য অনেক বই পড়তে হয়েছে, ভিডিও দেখতে হয়েছে।

জয় সেনগুপ্তর সঙ্গে দৃশ্যগুলো?

জয়দা খুব ভাল সহ-অভিনেতা। গভীর চুম্বনের একটা দৃশ্য ছিল। খুব সহজেই সিনটা হয়ে গিয়েছিল। কোনও অস্বস্তি হয়নি। ওঁর থেকে কন্টিনিউয়িটি মেনটেইন করা শিখেছি।

অফারটা কীভাবে পেলেন?

লকডাউনের ঠিক আগেই এই ছবির জন্য আমাকে অডিশনে ডাকা হয়। দু’বার অডিশন দিয়েছিলাম। তারপর তো লকডাউন হয়ে যায়। ২০২১ এর শেষের দিকে আবার ডাক পাই। তখন অনেকবার অডিশন দিয়েছি। তারপর সিলেক্ট হই।

অডিশনে সাহসী দৃশ্যের রিহার্সালও তো বারবার করতে হয়েছে?  

প্রথমত, প্রত্যেকদিন ডাকা হত। স্ক্রিপ্ট থেকে কিছু অংশ অভিনয় করতে হত। ফুটপাতে একটা মাদুর পেতে দেওয়া হত, সেখানে বসে খেতে হত, সংসার করতে হত। প্রায় ১৯ বার অডিশন দিয়েছি। একটা সময় জিঞ্জেসই করে ফেলেছিলাম আমাকে নিয়ে আপনারা কী ভাবছেন। কয়েকদিন পর জানতে পারি ‘লক্ষ্মী’র চরিত্রটা করছি।

আপনার প্রথম ছবি। শুধু কি লিড রোলে সুযোগ পাচ্ছেন বলে রাজি হয়েছিলেন?

বেলঘরিয়ায় থাকতাম। ২০১৭-য় অভিনয় করব বলে টালিগঞ্জে চলে আসি। গড়িয়ায় একটা অ্যাকটিং স্কুলে ভর্তি হই। বিশ্বরূপ বিশ্বাসের কাছে চার বছর অভিনয় শিখেছি। তখন থেকেই চেয়েছিলাম একটু ব্যতিক্রমী চরিত্রে কাজ করতে। এই চরিত্রটা বেশ ইউনিক। অনেক ইমোশন আছে। সহজ কাজ ছিল না। তাই এটা আমার চ্যালেঞ্জ ছিল।

এখন তো এই ধরনের চরিত্রের প্রচুর অফার আসবে। করবেন?

অনেক অফার এসেছে। আটটা ছবির লিডরোল ছেড়ে দিয়েছি। একই ধরনের চরিত্রে কাজ করতে চাইনি। দু’বছরে আরও দুটো ছবিতে কাজ করেছি। ‘ঘরের লোক’ আর ‘মরচে’। একেবারে অন্যরকম চরিত্র।

কাজ করতে গিয়ে ‘লক্ষ্মী’র সঙ্গে কতটা মিল পেলেন?

‘লক্ষ্মী’ আর বৈশাখী অনেকটা একইরকম। আমিও খুব সাধরণ ঘরের মেয়ে। আমরা চার বোন। এখানে বিলাসিতা নেই। তবুও আমাদের মনে বড় হওযার স্বপ্ন আছে। অনেকটা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নের মতো। ‘লক্ষ্মী’র মতো বৈশাখীও স্বপ্ন দেখে সে একদিন কোটিপতি হবে। 

ইন্ডাস্ট্রিতে এখন কাস্টিং কাউচ বা অভিনেত্রীদের খারাপ প্রস্তাব দেওয়ার অনেক অভিযোগ। আপনার অভিজ্ঞতা?

কাজ করছি দুবছর। কিন্তু সাতবছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। কাজ পাওয়ার জন্য অনেক দরজায় কড়া নাড়তে হয়েছে। প্রথম দিকে অনেক খারাপ প্রস্তাব পেয়েছি। চারপাশে অনেক খারাপ মানুষও দেখেছি। কম্প্রোমাইজ করার কথা অনেক শুনতে হয়েছে। এরকম প্রচুর মেসেজ আসত যেখানে শরীরের মাপ চাওয়া হত আর মেসেজের শেষে লেখা থাকত কম্প্রোমাইজ করতে হবে। পরিষ্কার বলে দিত প্রোডিউসার ডিরেক্টরের সঙ্গে শুতে হবে। এখন আর এই কথা শুনতে হয় না।


আপনার কি মনে হয় এখানে টিকে থাকতে হলে কম্প্রোমাইজ করতেই হবে?
না। তা নয়। তাহলে তো আমি আরও এগিয়ে থাকতাম। স্ট্রাগল করতে হত না। এখন আমি মনে করি অভিনয়ের জোরেই এগিয়ে যেতে পারব। 

শুভঙ্করও তো নতুন মুখ। ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
ও খুব লাজুক। প্রথম দিকে সাহসী দৃশ্যে কাজ করতে ওর সঙ্কোচ হত। ওকে বুঝিয়েছি দেখ ভাই, এই কাজটা আমাদের প্রফেশনালি করতে হবে।

মডেল: বৈশাখী রায় শুভঙ্কর মোহন্ত
পোশাক ও গয়না: শান্তনু গুহঠাকুরতা (কলকাতানামা)
মেকআপ: অদিতি চক্রবর্তী
হেয়ার: সুজাতা দে দাস
ছবি ও ভিডিও: আবীর হালদার কুণ্ডু
সহায়তা: সায়ন রক্ষিত
লোকেশন ও ফুড পার্টনার: ক্যান্টিন পাব ও গ্রাব
ভাবনা ও প্রয়োগ: শ্যামশ্রী সাহা


BaishakhiRoy

নানান খবর

নানান খবর

মুখে কথা নেই, গালিগালাজে ওস্তাদ! ‘সিতারে জমিন পর’-এ আমিরের চরিত্র চমকে দেবে দর্শককে

'সিকান্দর' থেকে কাজল আগরওয়ালের দৃশ্য বাদ দেন সলমন! কী ছিল সেই দৃশ্যে? জানলে মাথা ঘুরবে 

আসছে ‘ফর্জি ২’! বিজয় সেতুপতি, কেকে মেননের সঙ্গে কবে থেকে শুরু হবে শাহিদের লড়াই? 

'দিলওয়ালে'-এর ব্যর্থতার পর থেকে কথা বলা‌ বন্ধ করেছিলেন‌ শাহরুখ? মুখ খুললেন রোহিত শেট্টি!

১৮ বছর পরও টান টান প্রেমে! বিচ্ছেদ জল্পনায় দাঁড়ি টেনে ঐশ্বর্য-অভিষেকের মোক্ষম ‘সেলফি’ জবাব!

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা? 

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

সোশ্যাল মিডিয়া